আসসালামু আলাইকুম। আমার ১০ম পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম। সেন্টস রো সিরিজের গেমগুলো আপনারা অনেকেই হয়তো খেলেছেন। গেমগুলো ছিল অসাধারন। সিরিজের নতুন গেম Saints Row Gat Out Of Hell মুক্তি পায় গত মাসের ২২ তারিখ। গেমটি আপনাকে জনি গ্যাঁট অথবা কিনযি কেন্সিংটনকে নিয়ে খেলতে হবে। গেমটিতে নতুন অনেক কিছু যুক্ত হয়েছে যা আগের গেমগুলোতে ছিল না। নতুন সুপারনেচারেল পাওয়ার, নতুন অস্ত্র, নতুন এলিয়েন আরও অনেক কিছু।
কাহিনী বললে গেমটি খেলে মজা পাবেন না। অল্প একটু বলি।
জন্মদিনের পার্টিতে প্লান চ্যাট করতে গিয়ে আপনার বন্ধু চলে যায় নরকে, এখন আপনাকেউ সেখানে যেতে হবে তাকে উদ্ধার করতে। হতে হবে অনেক বিপদের মুখোমুখি।
নিচ থেকে গেমটির কিছু ছবি দেখে নিনঃ
ConversionConversion EmoticonEmoticon